নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে অন্তসত্তা স্ত্রী খুন হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বলে জানা গেছে। সরেজমিনে ঘটনাস্থল ঘুরে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, বিগত প্রায় একবছর পূর্বে বালুখালী ক্যাম্প ১০ এর বাসিন্দা কলিমুল্লার মেয়ে আলতাজ বেগম (১৮) এর সাথে বালুখালী ক্যাম্প ৯ এর ৩ ব্লকের বাসিন্দা নুরুজ্জামানের ছেলে ছানাউল্লাহর সাথে আনুষ্টানিক বিবাহ বন্ধন সম্পন্ন হওয়ার মাস দুয়েক পর থেকে স্বামীর পরকীয়ার জের ধরে বিরোধ চলে আসছিল।
তারই জেরধরে মঙ্গলবার রাতে স্বামী ছানা উল্লাহ স্ত্রীকে বেদড়ক মারধর পূর্বক গুরুতর জখম করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে জানিয়েছেন নিহতের পিতা কলিমুল্লাহ। উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাশুড়ী হামিদা বেগম (৪৫) কে আটক করেছে পুলিশ।
এব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত লাশ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-