গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল
এখনো পাচার হচ্ছে ইয়াবা, টেকনাফে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে দুই নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক নারীদের এক্সরে করে ৪ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তারা হলেন, কুমিল্লার ভাঙ্গুরার কুড়ই বাড়ি গ্রামের আনিসের স্ত্রী জোনাকি আক্তার (২০) ও একই জেলার তীতাস বাগেরামপুরের মোহাম্মদ হাসানের স্ত্রী খদিজা।
১৬ জুলাই মঙ্গলবার অভিযানের সত্যতা নিশ্চিত করে
র্যাব-১৫-টেকনাফ শাখার দায়িত্বরত ইনচার্জ লে.মির্জা শাহেদ মাহতাব জানান, ১৫ জুলাই সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে খবর পায় দুই জন নারী পেটের ভেতর করে ইয়াবা বহন করে পাচার করছে, সেই গোপন তথ্যের ভিত্তিত্বে র্যাব সদস্যরা কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে যাত্রীবাহি একটি সিএনজিতে তল্লাশি করে ইয়াবা পাচারে জড়িত দুই নারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, এরপর আটক নারীদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে এক্সরে করে কালো টেপ মোড়ানো অবস্থায় পেটের ভেতরে ইয়াবার সন্ধান পাওয়া যায়। এরপর নারীরা তাদের পেটে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন।
পরে মলের ভিতর লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-