গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মালেক নামে চিহ্নিত এক মাদক কারবারী নিহত হয়েছে। ১১ জুলাই দিবাগত গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়ন লেংগুর বিল পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্য সুত্রে জানা যায়, টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে ১০ জুলাই রাত ৯ টার দিকে টেকনাফ পৌরসভা বাসটার্মিনাল এলাকা থেকে চিহ্নিত এই মাদক কারবারীকে আটক করা হয়। সে টেকনাফ পৈরসভা পুরাতন পল্লাংপাড়া এলাকার মৃত মকবুল আহাম্মদের পুত্র।
এদিকে তার স্বীকারোক্তী অনুযায়ী গোপন স্থানে লুকিয়ে রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধার করার জন্য, থানা পুলিশের একটি দল সদর ইউনিয়ন লেংগুর বিল পাহাড়ী এলাকায় অভিযানে গেলে আটককৃত আসামীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এতে পুলিশের ৩ সদস্য আহত হয়। এরপর পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারী পিছুহটে পালিয়ে যায়।
উভয় পক্ষের গোলাগুলিতে আটকৃত আসামী গুলিবিদ্ধ হয়।
পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। এরপর সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করলে মৃতদেহটি ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য মর্গে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ২টি এলজি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ,২১ রাউন্ড কার্তুজের খালী খোসা ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন সংঘটিত এই ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন অপরাধী যতবড় শক্তিশালী ব্যাক্তি হোক না কেন, মাদক বিরোধী চলমান এই যুদ্ধ থেকে কেউ রেহাই পাবেনা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-