বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের সীগাল পয়েন্টে ভেসে এসেছে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি ট্রলার। আর ওই ট্রলার থেকে ৬ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে সীগাল পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক সনৎ বড়ুয়া জানান, খবর পেয়ে ভেসে আসা ট্রলার থেকে ৬ জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা জেলে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-