বঙ্গোপসাগরে ট্রলারডুবি, কক্সবাজারে ৬ জেলের লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারের সীগাল পয়েন্টে ভেসে এসেছে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি ট্রলার। আর ওই ট্রলার থেকে ৬ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে সীগাল পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক সনৎ বড়ুয়া জানান, খবর পেয়ে ভেসে আসা ট্রলার থেকে ৬ জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা জেলে।

আরও খবর