পুলিশ বিজিবি র‍্যাব এসবি প্রধান ও ডিআইজি কক্সবাজার আসছেন আজ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম বার, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি, র‍্যাবের (র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম মঙ্গলবার ৯ জুলাই কক্সবাজার আসছেন।

আইজিপি, বিজিবি প্রধান, র‍্যাব প্রধান, এসবি প্রধান সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। ডিআইজি সোমবার রাতেই সড়ক পথে কক্সবাজার পৌঁছাবেন। বিষয়টি কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম নিশ্চিত করেছেন।

বাহিনী প্রধানগণ ও উর্ধ্বতন কর্মকর্তারা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প সরজমিনে পরিদর্শন করে শরনার্থীদের নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য কর্মপন্থা নির্ধারন করবেন।

এদিকে, বাহিনী প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাদের আগমণ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশ, বিজিবি’র কক্সবাজার রিজিওন অফিস, জেলা প্রশাসন, আরআরআরসি অফিস, র‍্যাব অফিস প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করছেন।

এছাড়া, গত ৬ জুলাই পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম বার, পিপিএম কক্সবাজার এসে এ বিষয়ে প্রাক প্রস্তুতি নিতে কক্সবাজার জেলা পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলে পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সিবিএন-কে জানিয়েছেন।

প্রসঙ্গত, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের চতুর্দিকে কোনা ঘেরা বেড়া নাথাকায় শরনার্থীরা ক্যাম্প থেকে বের হয়ে তারা সহজে বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। এনিয়ে স্থানীয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে শরনার্থীদের ক্যাম্পে কঠোরভাবে নিয়ন্ত্রণের বিষয়টি বার বার উঠে আসে।

আরও খবর