পটিয়ার ছাত্রলীগ নেতা কক্সবাজারে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে নারীসহ বোরহান উদ্দিন (২৫) নামে চট্টগ্রামের পটিয়ার এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ জুলাই) দিবাগত রাত ১১ টার দিকে শহরের কলাতলীর হোটেল মোটেল জোনের ঢাকার বাড়ি নামের একটি কটেজ থেকে তাদের আটক করা হয়েছে।
আটক বোরহান উদ্দিন চট্টগ্রামের পটিয়ার কেলিশহর ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি এবং ওই এলাকার দুলা মিয়ার ছেলে বলে জানা গেছে। তবে, সঙ্গে আটক হওয়া নারীর নাম জানা যায়নি।

অভিযানকারী কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার জানান, কলাতলী হোটেল মোটেল জোনের তিন নম্বর গলির ঢাকার বাড়ি নামের একটি কটেজে নারীসহ অবস্থান করছে সংবাদে অভিযান চালিয়ে বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। এসময় তারাসহ ১৫ জন নারী ও ৬ জন ছেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজিব পোদ্দার। যার নং-১৯/২০১৯।

ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায়  মারামারিসহ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

আরও খবর