প্রাইভেট কারের তেলের ট্যাংকের ভিতর মিললো ১০ হাজার ইয়াবা

রামু প্রতিনিধি :

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মোঃ আরমান হোসেন (৩৮) নামে যুবককে আটক করেছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্ধ করেছে পুলিশ।

রোববার (৭জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী প্রাইভেটকার থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মুন্সিগঞ্জ জেলা সদরের নয়াগাও এলাকার আফাজ উদ্দিন সর্দারের ছেলে। সে মাদক কারবারী বলে পুলিশ দাবী করেছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, তুলাবাগান এলাকায় কক্সবাজারমূুখী প্রাইভেটকার (ঢাকা মেট্টো খ ১১- ৪৯১৬) তল্লাশী করে তেলের ট্যাংকের ভিতর থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর