কক্সবাজারে কোটি টাকার ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদরের দিঘিরপাড় থেকে ২০০০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১৫, কক্সবাজার।

র্যাব ১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে র্যাব এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ককসবাজার সদরের ৬নং ওয়ার্ড দিঘীর পাড় ফজলিয়া হেফজখানার পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হচ্ছেন কক্সবাজার উত্তর টেকপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে জুবাইর খান (২৩) ও বাঁশখালীর উত্তর জলদির মো. শফিকুর রহমানের ছেলে মো. রাকিব(২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন যাবত তারা টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ সারাদেশ পাচার করে আসছিল।

এসময় তাদের সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশী করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কক্সবাজার সদর থানায় সোপর্দ্য করা হয়েছে।

আরও খবর