বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অসংখ্য খানাখন্দ, চলা দায়

ডেস্ক রিপোর্ট – বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বিভিন্ন আংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গর্তগুলো পানি ও কাদায় পূর্ণ হয়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

৬ জুলাই( শনিবার) দুপুরে সরজমিনে দেখা যায়, মহাসড়কের লোহাগাড়ার উপজেলা সদরের বটতলী অংশের অবস্থা আরো চরম আকার ধারণ করেছে।

বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে মহাসড়ক আরো বেহাল দশায় পরিণত হয়েছে। এতে একদিকে গর্তের ময়লা পানি পথচারীদের শরীরে ছিটকে পড়ে কাপড়-ছোপড় নষ্ট করছে। অন্যদিকে মহাসড়কে চলাচলরত যানবাহনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং সড়কে দুর্ঘটনা বাড়ছে।

গাড়ী চালকেরা জানান, প্রতিবছর বর্ষা আসলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ভোগের শেষ নেই। সড়ক সংস্কার করলেও বেশি দিন থাকে না। বর্ষায় দেখা যায় সড়কে আবারো গর্ত।

এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহেদ হোসেন জানান, সংস্কার চলমান আছে। মূল ঠিকাদারও নিয়োগ দেয়া আছে। বৃষ্টির জন্য সড়কটির গর্ত গুলো সংস্কার কাজ করা যাচ্ছে না। বৃষ্টি কমলে সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

আরও খবর