উখিয়ায় বহু প্রতিক্ষিত চাকরি মেলা কাল : নিবন্ধন করবেন যেভাবে

বিশেষ প্রতিবেদক :

আগামী ৬ জুলাই শনিবার উখিয়া হাই স্কুল মাঠে অনুষ্টিতব্য চাকরি মেলার প্রস্তুতি চলছে জোরেশোরে। মেলায় আগত চাকরি প্রার্থী, আয়োজক ও উদ্যেক্তাদের জন্য প্যান্ডেল নির্মাণ সহ সার্বিক ব্যবস্হা নেয়ার কাজ চলেছে। তবে আষাঢ়ের মলিন আকাশের পরিবেশ নিয়ে অনেকে মেলার সফলতা নিয়ে সংশয়ে রয়েছেন।

২০১৭ সালের ২৫ আগষ্টের পর থেকে প্রায় ৭ লক্ষ ৪০ হাজার মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। জাতিসংঘ সহ দেশী বিদেশী সেবা সংস্থা গুলো বিভিন্ন পদে শত শত কর্মী নিয়োগ দেয়। সেই থেকে অভিযোগ উঠে এনজিও গুলো অনিয়ম, স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে ক্ষতিগ্রস্ত স্হানীয় জনগোষ্ঠীর স্হলে বহিরাগতদের নিয়োগ প্রদান করে।

এ নিয়ে স্থানীয় বেকার জনগোষ্ঠীর মাঝে ক্ষোভ দেখা দেয়। রাজপথে প্রতিবাদ মূখর হয়ে উঠে তারা। স্হানীয় জনগোষ্ঠীর ক্ষোভ ও প্রতিবাদের মূখে কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা প্রশাসন জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশী বিদেশী এনজিও গুলোর সাথপ সমম্বয় করে এ চাকরি মেলার আয়োজন করেন।

এ উপলক্ষে গত মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার।

সভায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জমান চৌধুরী চাকরি মেলা আয়োজনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত অবহিত করেন। এতে অন্যান্যের মধ্যে ইন্টারসেক্টর কো অর্ডিনেটর গ্রুপ (আইএসসিজি)-এর মুখপত্র সৈকত দাশসহ উপস্থিত এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন

আগামী শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় উখিয়া হাই স্কুল মাঠে চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এনজিও ব্যুরোর মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব কে এম আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালাম, কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

উপস্হিত থাকবেন ইন্টারসেক্টর কো-অর্ডিনেটর গ্রুপ (আইএসসিজি)-এর সিনিয়র কো-অর্ডিনেটর মিস নিকুল এপটিং, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

সভায় জানানো হয়, চাকরি মেলায় রোহিঙ্গা শিবিরে কর্মরত বিভিন্ন এনজিও’র ৭৩টি স্টল থাকবে। মেলায় দুই শতাধিক চাকরি প্রার্থীর চাকরি নিশ্চিত করা হবে।

আগামী ৫ জুলাই বিকাল ৩টা পর্যন্ত অনলাইনে এনজিওতে চাকরির আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী। তিনি জানান,মেলায় চাকরির পাশাপাশি চাকরি প্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন মূলক ওরিয়েন্টেশন কোর্স হবে। এ মেলায় কক্সবাজার জেলার শিক্ষিত বেকার জনগোষ্ঠী আবেদন করতে পারবে।

আরও খবর