বিএসটিআই সকল ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করছে- শিল্পমন্ত্রী

বিএসটিআই’র কক্সবাজার জেলা অফিস উদ্বোধন

সাইফুল ইসলাম, কক্সসবাজার জার্নাল
জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) তার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে জানিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি বলেন, সম্প্রতি বিএসটিআই’র অর্জন আমাদেরকে আশান্বিত করেছে। বিএসটিআই সকল ধরণের ভয়-ভীতির উর্ধ্বে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটির উপর অর্পিত দায়িত্ব পালন করছে। নি¤œমান ও ভেজাল পণ্য এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআইকে এভাবে সর্বোচ্চ সাহসিকতার সাথে ভূমিকা রাখতে হবে।

৪ জুলাই (বৃহস্পতিবার) কক্সবাজার বিএসটিআই’র জেলা অফিস উদ্বোধন পরবর্তীতে বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দেয়ার লক্ষে সরকার জেলা পর্যায়ে বিএসটিআই’র অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে কক্সবাজারসহ ময়মনসিংহ, রংপুর, ফরিদপুর, কুমিল্লায় বিএসটিআই’র অফিস-কাম-ল্যাবরেটরি ভবন স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে বিএসটিআই’র জেলা উদ্বোধন করা হলো। এর ফলে এই অঞ্চলের সাধারণ জনগণ সঠিক মান এবং সঠিক পরিমাপের পণ্য ও সেবা পাবে এবং এই এলাকায় আন্তর্জাতিক মানের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এছাড়াও আর ১২টি জেলায় বিএসটিআই’র অফিস স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম.পি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই’র মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইন এবং সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মোঃ তাহের জামিলসহ শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিএসটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিএসটিআইও সরকারের অভিপ্রায় সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রেখেছে। অসাধু ব্যবসায়ীদেরকে বিএসটিআই তার নিজস্ব আইনে শাস্তি প্রদান করছে। তিনি বিএসটিআই’র কর্মকর্তাদেরকে নির্ভয়ে-নির্দিধায়, হুমকি-ধুমকি অগ্রাহ্য করে কার্যক্রম অব্যহত রাখার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে বিএসটিআই’র মহাপরিচালক বলেন, বিগত ১০ বছরে বিএসটিআই’র ল্যাবরেটরি, প্রোডাক্ট সার্টিফিকেশন, ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশনের এ্যাক্রেডিটেশন অর্জনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন সফলতা তুলে ধরে বলেন, জনগণের মাঝে বিএসটিআই’র কাজের সফলতা পৌঁছে দিতে হলে বিএসটিআই’র একক প্রচেষ্টা যথেষ্ঠ নয়। এজন্য উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্ত পর্যন্ত সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাছাড়া তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে বিএসটিআই’র কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

আরও খবর