কক্সবাজারে মাদক পাচারকারীর ৫ বছরের দণ্ড

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে মো. সিদ্দিক  (৩৭) নামে একব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. সিদ্দিক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বটতলী গ্রামের আবু সুফিয়ানের ছেলে।

কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি জানান। 

তিনি বলেন, ২০১৬ সালের ২৫ জুন সিদ্দিক ৫ হাজার পিস ইয়াবাসহ বিজিবির হাতে ধরা পড়ে। এ ঘটনায় টেকনাফ বিজিবির  দমদমিয়া বিওপি’র হাবিলদার মো. মিনহাজ উদ্দিন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। 

এ মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ, জেরা ও শুনানি শেষে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারা মতে  বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দিয়েছেন আদালত

আরও খবর