মোহাম্মদ উল্লাহ, চকরিয়া
চকরিয়া পৌরসদরের চিরিঙ্গায় মো: হাসান (১৪) নামের এক কিশোরকে অমানষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। এসময় তাকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জালিয়াপাড়া মৃত জাকের আহমদের পুত্র। বুধবার সকাল ৭টার দিকে এঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মো: হাসানের বড় ভাই আনছারুল করিম অভিযোগ করেন, তার ছোট ভাই মো: হাসান চকরিয়া পৌরসভার চিরিঙ্গা কাঁচা বাজারে একটি মুরগীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো বুধবার সকাল ৬টায় সে মুরগীর দোকানে আসে। এসময় হঠাৎ করে চিরিঙ্গা বাজারে মিনহাজ উদ্দিন, ওসমান গণি ও আজিমের নেতৃত্বে ৫-৬ জন বখাটে যুবক মুরগীর দোকানের কর্মচারী হাসানকে ধরে মোবাইল চুরির মিথ্যা অভিযোগ এনে অমানষিকভাবে নির্যাতন করে।
একপর্যায়ে বখাটেরা হাসানকে নির্যাতন চালিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের তরছঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে গাছের সাথে বেধে অমানষিক চালায়।
এসময় স্থানীয় লোকজন তাকে মুর্মূষ অবস্থায় উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে এসব বখাটেদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-