ডেস্ক রিপোর্ট – পাবনার বেড়া উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ওলিউল্লাহ নামে আট মামলার আসামি ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ওলিউল্লাহ বেড়া শানিলা গ্রামের মৃত আকবর মাস্টারের ছেলে। বুধবার ভোর রাতে পৌরসভার জোড়দাহ ঈদগা মাঠের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আট মামলার আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ওলিউল্লাহকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করে। তাকে সাথে নিয়ে পুলিশ মাদক ও তার সহযোগীদের ধরতে অভিযানে বের হয়। অভিযানের এক পর্যায়ে জোড়দাহ ঈদগা মাঠের কাছে পৌঁছালে ওলিউল্লাহর সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গোলাগুলির পর ওলিউল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় একজন এএসআই ও দুই কনস্টেবলসহ তিনজন পুলিশও আহত হন। ঘটনাস্থল থেকে একটি দেশি ও একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওলিউল্লাহকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-