এবার সৌদিতে নিকি মিনাজের কনসার্ট, পরতে হবে আবায়া!

বিনোদন ডেস্ক :

দিনবদলের হাওয়া লেগেছে সৌদি আরবে। সৌদিতে নারীদের গাড়ি চালানোর অধিকার স্টেডিয়ামের খেলা দেখার অনুমতি এবং কনসার্টের বৈধতা দেয়ার মাধ্যমে দীর্ঘদিনের রীতিনীতিতে পরিবর্তন এনেছে দেশটি।

সংবাদ মাধ্যম গার্ডিয়ানের খবর,  জেদ্দা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের কনসার্ট। আর সেখানে নাকি প্রধান গায়ক হিসেবে থাকবেন মার্কিন র‍্যাপার নিকি মিনাজ। আগামী ১৮ জুলাই কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হবে। তবে এই ঘটনা জানাজানির পর ক্ষেপেছেন সৌদির নারীদের একাংশ।

তাদের দাবি, নিকি মিনাজের গানগুলো অশ্লীল ইঙ্গিতপূর্ণ। এছাড়া ঐ অনুষ্ঠানে উপস্থিত সৌদির নারীদের আবায়া (বিশেষ বোরকা) পরতে বলা হয়েছে।

আরও খবর