রিফাত হত্যার সেকেন্ড কমান্ডদাতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট- বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনার সেকেন্ড কমান্ডদাতা রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন।

কোথায় কীভাবে রিফাত ফরাজীকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে সকাল সাড়ে ১০টায় প্রেস বিফ্রিং করে জানাবেন বরিশাল বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২৬ জুন বরগুনায় প্রকাশ্যে স্ত্রী মিন্নির সামনে স্বামী শাহনেওয়াজ রিফাতকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ডসহ কয়েকজন সন্ত্রাসী। ওই হত্যাকাণ্ডের ঘটনার সেকেন্ড কমান্ডদাতা হল রিফাত ফরাজী। এ ঘটনার প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার (২ জুলাই) বন্দুকযুদ্ধে মারা গেছে।

আরও খবর