আবদুল্লাহ আল আজিজ :
উখিয়ার মেরিন ড্রাইভ ইনানী ছোটখাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় বন্দুক (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২ জুলাই) কোস্টগার্ড থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড বাহিনীর মিডিয়া উইং মিরাজ আহমেদ নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুলাই) দিনগত রাত ২টায় কোস্টগার্ডের সদস্যরা কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ ইনানী ছোটখাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযানকালে কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া বন্দুক ও কার্তুজ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-