উখিয়ায় শীর্ষ ইয়াবা গডফাদার দিলদারসহ আটক-৪; অস্ত্র ও ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিবেদক :

উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহার নেতৃত্বে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ইনানীর শীর্ষ ইয়াবা গড়ফাদার দিলদার (৩৫) সহ ৪ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে বিত্রুয়ের সময় ২ হাজার ইয়াবা ট্যাবলেট,একটি একনলা বন্দুক ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।

ইনানী ফাঁড়ি সুত্রে জানা গেছে, গত শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ইনানী চারা বটতলী এলাকায় অভিযান চালিয়ে ইনানী এলাকার অন্যতম শীর্ষ ইয়াবা গড়ফাদার মির কাসেমের পুত্র দিলদার আলমের বসতবাড়ী থেকে ইয়াবা বিত্রুয়ের সময় ৪ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে দিলদার ছাড়াও রয়েছেন মৃত মৌলানা ফারুক আহামদের ছেলে শাহজাহান (৫২), মৃত ছুরুত আলমের ছেলে শকির আলম (৩০),ছলিম উল্লাহর ছেলে ভুট্রো (৩৫)। তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা,বন্দুক ও রাম দা উদ্ধার করে পুলিশ।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান,ইনানী এলাকার ত্রাস ইয়াবা গড়ফাদার দিলদার দীর্ঘদিন ধরে ইনানী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ইয়াবা ব্যবসা ছাড়াও সন্ত্রাসী গ্রুপ সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তিশৃংখলা বিরোধী কর্মকান্ডে সে জড়িত ছিল। অবশেষে তাকে ধরতে সক্ষম হলাম। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধার ও বন্দুক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

আরও খবর