উখিয়ায় এবার সুপারির ভেতর ইয়াবা

বিশেষ প্রতিবেদক :

একদিকে আইন প্রয়োগকারী সংস্থা উঠেপড়ে লেগেছে মাদকসহ কারবারিদের ধরতে, অন্যদিকে তারাও বসে নেই। আইন শৃংখলা বাহিনীর চোখে ধুলো দিতে পাল্টাচ্ছে পাচারের ধরন। কখনও গাড়ির তেলের ট্যাংকিতে, কখনও পাকস্থলিতে। এবার নতুন এক পাচার পদ্ধতি লক্ষ্য করা গেছে, যদিও হালে তা ধরা পড়েছে।

এবার উখিয়ায় সুপারির ভেতরে বেশ কায়দা করে ইয়াবা ঢুকিয়ে পাচারের চেষ্টা করা হয়। এ সময় খুনিয়াপালং রেজু বিজিবির যৌথ চেকপোস্টের দায়িত্বরত জোয়ানদের হাতে ধরা পড়ে ইয়াবা কারবারি আব্দুল্লাহ (৩০)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম সিকদারপাড়া গ্রামে হাজী সৈয়দ আহম্মদের ছেলে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, তার সুপারির ব্যবসার ধরণ দেখে সন্দেহ হয়। তল্লাশি করতে গিয়ে এই ঘটনাটি উদঘাটন করতে সক্ষম হই। এ সময় তার কাছ ৫৪ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ করা হয়। নগদ পাওয়া গেছে ১৭ হাজার টাকা।

আরও খবর