ডেস্ক রিপোর্ট – দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বলিউডের সাত জন অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মুম্বাইয়ের আলিবাগের বিলাসবহুল একাধিক বাংলোতে অভিযান চালিয়ে বেশ কয়েকজন নারীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাত জন বলিউড মুভি বা ছোট পর্দার অভিনেত্রী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
খবরে আরও বলা হয়, আলিবাগের দুটি বাংলো চিহ্নিত করে সেখানকার নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন মহারাষ্ট্র পুলিশ কর্মকর্তারা। এরপর দালালদের নম্বর জোগাড় করে পরিচয় গোপন করে তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে খদ্দের সেজে ছদ্মবেশ ধারণ করে দালালদের সঙ্গে কথা অনুযায়ী নির্দিষ্ট সময়ে আলিগড়ের দুই বাংলোতে যায়। এসময় দালালসহ অভিনেত্রীরা আসার পর প্রত্যেককে গ্রেফতার করা হয়।
ঘটনাস্থল থেকে ২৮ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-