বালু উত্তোলনের মেশিন ও পাইপলাইন ধ্বংস করে দিয়েছেন ইউএনও

রামু প্রতিনিধি :

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাঁকখালী নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় বালু উত্তোলন করার মেশিন ও পাইপলাইন ধ্বংস করে দিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি এ অভিযান পরিচালনা করেন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাকঁখালী নদীতে অবৈধ ভাবে বালু তোলার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা পালিয়ে গেলেও অবৈধভাবে বালি তোলার মেশিন ও পাইপলাইন ধ্বংস করে দেন। অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে তাঁর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও খবর