ডেস্ক রিপোর্ট :
টেকনাফ সীমান্তের আরেক ইয়াবা ডন মৌলভী মুজিবুর রহমানের ঘরে তল্লাশী চালিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে টেকনাফ থানা পুলিশ এই প্রথমবারের মত মৌলভী মুজিবুর রহমানের ঘরে তল্লাশী চালিয়েছে। তবে শূণ্য ঘরটিতে তেমন কিছু মিলেনি। ইয়াবা ডন মৌলভী মুজিব গত ৩০ মে রাতে শীর্ষ ইয়াবা ডন সাইফুল করিম বন্দুকযুদ্ধে নিহত হবার সাথে সাথেই পালিয়ে গেছে।
সাবেক এমপি আবদুর রহমান বদির ভাই, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ও ইসলামী ঐক্যজোট এবং হেফাজত নেতা মৌলভী মুজিবুর রহমান ছিলেন সীমান্তের একজন প্রচন্ড ক্ষমতাশালী ইয়াবা কারবারি। সাবেক এমপি’র ভাই হিসাবে সীমান্তের খুচরা, মধ্যম ও বড় মাপের ইয়াবা কারবারিদের একচেটিয়া নিয়ন্ত্রণ করতেন।
সীমান্তের একচেটিয়া ইয়াবা কারবার হাতছাড়া না করার জন্য মৌলভী মুজিব সর্বশেষ হেফাজত নেতা মাওলানা আহমদ শফির কাছে পর্যন্ত ধর্ণা দেন বলেও নানা কথা রয়েছে। কিন্তু সেই পরিস্থিতি আকস্মিক পাল্টে যায় গত ইয়াবা ডন সাইফুল করিম পুলিশের হাতে ধরা পড়ার পর। সেই নিহত সাইফুল করিমই এমপি বদি থেকে মৌলভী মুজিব পর্যন্ত সীমান্তের বাঘা বাঘা কারবারিদের নিয়ে গোপন তথ্য ফাঁস করে দেয়।
গত ৩০ মে রাতে সাইফুল করিম নিহত হবার পর মৌলভী মুজিবুর রহমান গা ঢাকা দেয়। সেই সাথে গা ঢাকা দেয় সাবেক উপজেলা চেয়ারম্যান ইয়াবা ডন জাফর আহমদও। ইত্যবসরে টেকনাফে ইয়াবা বিরোধী লোকজন জাফর আহমদের আলীশান ইয়াবা বাড়ীটি গুঁড়িয়ে দেয়।
গতরাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার রাতে সীমান্তের ইয়াবা বিরোধী ক্ষুব্ধ লোকজন মৌলভী মুজিবের ইয়াবা বাড়ীতে হামলা চালাতে পারে এমন এক তথ্য পেয়েই পুলিশ রাতে সেখানে হানা দেয়। তবে সম্ভাব্য হামলাকারীর দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। থানার ওসি বলেন, কারবারি মৌলভী মুজিব আজ হোক কাল হোক পুলিশের জালে আটকা পড়বেই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-