অনলাইন ডেস্ক :
বাজেটের ঘাটতি মেটাতে এবং কর নেটের আওতা বাড়াতে নতুন প্রস্তাব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেছেন, ‘দেশে ৯২ লাখ লোকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে। যাদের এনআইডি আছে, তারা সবাই কর দাখিল করলে এবং ব্যবসায়ীরা টিআইন এর মাধ্যমে কর দাখিল করলে কর দেওয়ার হার বাড়বে।’
শনিবার (২৯ জুন) সকালে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-