বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় ইয়াবা উদ্ধারের সময় বিজিবির ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় বিজিবি’র দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) ভোরে উখিয়া সীমান্তে নলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘উখিয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী লুৎফর রহমান লুতু মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে তার বাড়িতে মজুদ রাখে। এই সংবাদ পাওয়ার পর শুক্রবার ভোরে বিজিবির একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় লুতুর দল ও পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি চালায়। এ ঘটনায় বিজিবি’র দুই সদস্যসহ চারজন আহত হন।
বিজিবির এই কর্মকর্তা জানান, একপর্যায়ে লুতু পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ও বেশ কিছু ছুরি উদ্ধার করা হয়। লুতু একজন শীর্ষ ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে লুতুকে প্রধান করে ২৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। তবে এ ঘটনায় বিজিবিসহ চারজন আহত হওয়ার খবর স্থানীয়দের কাছ শুনেছি।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-