গত ২৭ জুন কক্সবাজারের উখিয়ার জনপ্রিয় অনলাইন উখিয়া নিউজ ডটকমে ও কক্সবিডি ডটকমে প্রকাশিত “উখিয়ায় দুই এনজিও কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ” শীর্ষক সংবাদটি আমি সাহেল সানজিদ, প্রকল্প সমন্বয়কারী, রিক -আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদে আমার বিরুদ্ধে বর্ণিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত ও মানহানিকর। উক্ত অভিযোগের ব্যাপারে আমার কিছুই জানা নেই বা কি কারণে আমার বিরুদ্ধে এই সংবাদটি প্রচার করা হয়েছে তাও অবগত নই।
সংবাদে বিগত ২২ মে উখিয়া থানায় এবিষয়ে অভিযোগ দাখিলের যে বিষয়টি বলা হয়েছে সে বিষয়ে আমার বক্তব্য হলো, এবিষয়ে থানা থেকেও আমাকে কোনকিছু জানানো হয়নি বা কোনপ্রকার যোগাযোগ করা হয়নি। তবে, বিগত ২৭ মে তারিখে সংস্থার কাছে সুনির্দিষ্ট একজন ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল হয় যে বিষয়ে সংস্থার মানব সম্পদ বিভাগের নেতৃত্বে তদন্ত কাজ বর্তমানে শেষ পর্যায়ে এবং অবিলম্বে তার একটি সুরাহা করা হবে বলে আমি জানতে পেরেছি।
এছাড়াও সংবাদে গত ১৭ ফেব্রুয়ারিতে এনজিওতে কর্মরত থাকা এক নারীকে ধর্ষণ করার জন্য চেষ্টা করা ও এবিষয়ে থানায় অভিযোগের যে ব্যাপারটি বলা হয়েছে তার ব্যাপারে ইতোমধ্যেই সংস্থা তদন্ত সম্পন্ন করে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে। উল্লেখ্য, উক্ত ঘটনায় কোনভাবেই আমার কোন সংশ্লিষ্টতা ছিলোনা বা আমার বিরুদ্ধে কোন অভিযোগও দাখিল করা হয়নি।
প্রতিবাদকারী
সাহেল সানজিদ
প্রকল্প সমন্বয়কারী (রিক)
প্রকাশিত সংবাদে উপজেলা প্লানিং মনিটরিং এন্ড ইম্পিলিমেন্টেশন অফিসার মোঃ সেলিম উল্লাহর বক্তব্য-
আসলেই প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত ও মানহানিকর।
উক্ত সংবাদের ব্যাপারে আমরাও কিছুই জানিনা। কি কারণে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করা তাও অবগত নয়। সংবাদে উল্লেখিত হয়েছে, গত ২২ মে এনজিওতে কর্মরত থাকা এক নারীকে ধর্ষণ করার জন্য চেষ্টা করেছি। তাতে কিছুই জানি না। ওই তারিখ আমাদের এনজিওতে কোন ধরণের ঘটনাও ঘটেনি। এ ব্যাপারে আবার নাকি উখিয়া থানায়ও অভিযোগ করেছে তাও আমি অবগত নয়। যদিও থানায় এধরণের কোন অভিযোগ দিয়ে থাকে অবশ্যই থানা থেকে অবহিত করতো,তাও করেনি। আর নাকি থানায় গিয়ে মুচলেকা দিয়ে চলে আসছি তাও ভুয়া। আমি এধরণের কোন অপকর্মের সাথে জড়িত নেই। এসব আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া কিছুই নই।
এছাড়া গত ২২ ফেব্রুয়ারি আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দ্বায়ের করে কোন সত্যতা পাইনি এবং যারা অভিযোগ করে তারাই কোন প্রমাণ দেখাতে না পেরে পরে থানায় গিয়ে তাদের অভিযোগের ভুল স্বীকার করে এবং আমার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে।
অপরাধী চক্রটি আমাদের সততাকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাতির বিবেক সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের ১১হাজার পরিবার নিয়ে বাস্তবায়নাধীন খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ যাচাই-বাচাই করে সংবাদ পরিবেশন করবেন। সাংবাদিকেরাই হলো জাতির বিবেক। আমি এধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। সংবাদটি নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ সেলিম উল্লাহ
উপজেলা প্লানিং মনিটরিং এন্ড ইম্পিলিমেন্টেশন অফিসার (রিক)
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-