ডেস্ক রিপোর্ট – কক্সবাজারের টেকনাফ থেকে পরিত্যক্ত এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইউপির দমদমিয়া ওমরখাল থেকে ইয়াবগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে ওমরখালের অভিযান চালায় বিজিবির টহলদল। অভিযানের টের পেয়ে ব্যবসায়ীরা খালের বিপরীত পাশে অন্ধকারের সুযোগে দৌড়ে পালিয়ে যায়।পরে অভিযানস্থলে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য তিন কোটি টাকা।
তিনি আরো বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-