পেকুয়ায় সাংবাদিকের বাসা চুরির মূলহোতা আরিফ গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্মবাজারের পেকুয়ায় অান্তঃজেলা চোর সিন্ডিকেটের সদস্য সাংবাদিকের বাসা চুরির মূলহোতা মোঃ অারিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। অাটককৃত অারিফ সদর ইউনিয়নের মাতবর পাড়ার অামির হোসেনের পুত্র।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় পেকুয়া থানার এসঅাই সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাকে অাটক করতে সক্ষম হয়।

পেকুয়া থানার এসঅাই সুমন সরকার বলেন, মোঃ অারিফ জেলার চোর সিন্ডিকেটের সদস্য হিসাবে পুলিশের খাতায় নাম রয়েছে। তার নেতৃত্বে একদল চোর সিন্ডিকেট পেকুয়ায় সিরিজ চুরির ঘটনা ঘটে চলছিল। পুলিশ তাকে অাটকের চেষ্টা করার একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে ২টি মামলা থাকলেও অহরহ চোরির ঘটনায় সে জড়িত। চুরির তথ্য বের করতে বিজ্ঞ অাদালতে ৭দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, মোঃ অারিফ দূর্ধর্ষ চোর। গত এক বছরে কমপক্ষে অর্ধশতাধীক চুরির ঘটনায় সে জড়িত। গত দুই মাস অাগে বিজয় টিভির চকরিয়া-পেকুয়া প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিনের চৌমহুনীস্থ ভাড়া বাসায় ডুকে স্বর্ণালংকারসহ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। গত ১মাস অাগে মিয়া পাড়ার মালেশিয়া প্রবাসী মোঃ ইসমাঈলের মালিকনাধীন মুবিনের ভাড়া বাসায় ডুকে ৫০হাজার টাকার মালামাল নিয়ে যায়। প্রবাসী অারেক জনের বাড়িতে ডুকে ৫ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। চৌমহুনীতে ৩টি দোকান, পেকুয়া বাজারে ২টি দোকান চুরির ঘটনা তার নেতৃত্বে হয়েছে। তাকে অাটক করায় থানার এসঅাই সুমন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে অার কারা কারা চুরির ঘটনায় জড়িত ও মালামাল উদ্ধারের দাবীও রয়েছে।

আরও খবর