কক্সবাজারে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারে দেয়াল চাপায় মাহমুদুল্লাহ (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

মঙ্গলবার (২৫ জুন) বেলা পৌনে ১১টার দিকে আইনজীবি সমিতির কার্যালয়ে সংস্কার কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল্লাহ কক্সবাজির সদর উপজেলার পিএমখালীর মুচনীয়া পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দেয়াল চাপায় গুরুতর আহত এক শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।’

আরও খবর