রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার আগ্রহ নেই : সংসদে পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংসদে জানিয়েছেন, যেকোনও প্রর্ত্যাবাসন প্রক্রিয়াই জটিল ও দীর্ঘমেয়াদি। তারপরও সরকার প্রচেষ্টা অব্যাহত রাখলেও নিরাপত্তাহীনতার কারণেই রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহ দেখাচ্ছে না। এ কারণে যাবতীয় প্রস্তুতি থাকার পরও ২০১৮ সালের ১৫ নভেম্বর  প্রত্যাবর্তন  প্রক্রিয়া শুরু সম্ভব হয়নি।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী আরো জানান বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ দ্বি-পাক্ষিক কূটনীতি পরিচালনার পাশাপাশি মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সব ধরণের আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।

রাখাইন রাজ্যে যথাযথ সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। মিয়ানমার শিগগিরই রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ তৈরি করবে এবং দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে  প্রর্ত্যাবাসন শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও খবর