পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় কাউছারা বেগম(১৩) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।
সে শিলখালী ইউনিয়নের মোঃ জব্বারের মেয়ে ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
সোমবার সকাল ১১টায় শিলখালী ইউনিয়নের মুন্সিমুড়া এলাকায় এঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোছাইন বলেন, কিশোরী কাউছারা বেগম সকালে স্কুলে যাওয়ার আগে মোবাইল ব্যবহার করছিল। তার মা মোবাইল ব্যবহারে বাধা দিয়ে স্কুলে চলে যাওয়ার জন্য বলে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে কিশোরী বাড়ি থেকে বিষের বোতল হাতে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। বাড়ি থেকে বের হয়ে নির্জন স্থানে গিয়ে কিশোরী কাউছারা বেগম বিষপান করে। স্থানীয় কযেকজন মানুষ মূমর্ষ অবস্থায় তাকে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। সাথে সাথে পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে অাসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। কিন্তু পরিবারের কোন অভিযোগ থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-