প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ঘুমধুমের জয়নাল আবেদিনের বক্তব্য

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া মধ‌্যমপাড়া গ্রামের বাসিন্দা ও বেসরকারি এনজিও সংস্থা আব্দুল্লাহ ফাউন্ডেশনের সাবেক চাকুুুুরীজীবি, ব‌্যবসায়ী জয়নাল আবেদীনের বিরুদ্ধে গত ১৬ জুন সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেইসবুক, এরপর কয়েকটি অনলাইন ও প্রিন্ট সংবাদ মাধ্যমে বিভিন্ন শিরোনামে ইয়াবা সংক্রান্ত খবর প্রচার হয়।

সংবাদে উপস্থাপিত তথ্যের সাথে আমার কর্মকান্ডের কোন মিল নেই।স্থানীয় একটি প্রতিপক্ষ মহল সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে।

অত‌্যন্ত পরিতাপের বিষয় যে ,আমি ও আমার পরিবারের ৫ ভাই বিভিন্ন এনজিওতে চাকরিরত। সমাজের প্রতিষ্টিত ব‌্যবসায়ী। ২০১১সালের ১৮ ডিসেম্বর আমার বাবা মৃত‌্যু বরণ করেন।

আমার বাবা মারা যাবার পর সব ভাইয়ের অংশ থেকে জমি বিক্রির টাকা, চাকুরির টাকা ও ব‌্যাংক থেকে টাকা নিয়ে যৌথভাবে একটি বাড়ি করতেছি। প্রায় তিন বছর সময়েও এখনো বার্ড়ি নির্মাণ কাজ শেষ করতে পারিনি।

এমতাবস্থায় আমাকে জড়িয়ে ইয়াবা কারবারি আখ্যায়িত করে সংবাদ প্রকাশ ও প্রচারের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।উক্ত সংবাদ গুলোর ব্যাপারে জনপ্রতিনিধি, সচেতন জনসাধারণ,আইনশৃঙ্খলা বাহিনী সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী-
জয়নাল আবেদীন
পিতা-মৃত জাফর আলম
বেতবনিয়া মধ‌্যম পাড়া, ঘুমধুম, নাইক্ষ‌্যংছড়ি, বান্দরবান

আরও খবর