ইনানীতে বনের জমিতে ঘর নির্মাণ; বন বিভাগের উচ্ছেদ

জাহাঙ্গীর আলম, ইনানী :

উখিয়ার ইনানী রেঞ্জেরে অভিযানে দুটি বসত ঘর উচ্ছেদ করেছেন বন বিভাগ।

জানা যায়, উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মোঃ শফির বিল এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা ২ দুটি বসত ঘর উচ্ছেদ করা হয়েছে।

রোববার সকাল ১০ টার দিকে ইনানী রেঞ্জ কর্মকর্তা মোঃ ইব্রাহীমের নেতৃত্বে একদল বনকর্মী নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় বনকর্মী মোঃ শাহাআলম তালুকদার ও মোঃ রন্জু আহাম্মদ ২টি ঘর সম্পূর্ণ ভাবে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে মালামাল জদ্ব করে পরে ২০০ শতাংশ বন ভুমি জায়গা উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইনানী পুলিশ ফাঁড়ি টু আইসি পুলিশ সদস্য সহ চোয়ান খালী বিট কর্মকর্তা মোঃ কেরামত আলী।

এবিষয়ে ইনানীর রেঞ্জ কর্মকর্তা মোঃ ইব্রাহীম জানান, বন ভুমিতে অবৈধ ভাবে ঘর নির্মাণ করার সংবাদ পেয়ে অভিযান চালানো হয় এসময় দুইটি বসত ঘর উচ্ছেদ ও ২০০ শতাংশ বন ভুমি উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আরও খবর