ডেস্ক রিপোর্ট – জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য আবু রেজা নদভীর শ্বশুর মাওলানা মুমিনুল হক চৌধুরীর জানাযার নামাজকে কেন্দ্র করে প্যারেড ময়দানে ধাওয়া-পাল্টা যাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২২ জুন) রাতে ছাত্রলীগ কর্মী মো. রাজু বাদি হয়ে মামলা করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ৩১ জনের নাম উল্লেখের পাশা-পাশি মামলায় জামায়াত-শিবিরের ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-