টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত- ২; অস্ত্র ও গুলি উদ্ধার

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল

টেকনাফ থানা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ মানব পাচারকারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত, অস্ত্র ও গুলি উদ্ধার।

তথ্য সুত্রে জানা যায়,২৩ জুন দিবাগত রাতে থানা পুলিশের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে সদ্য দায়েরকৃত মানব পাচার মামলার পলাতক অাসামি টেকনাফ পৌরসভা নাইটংপাড়া এলাকার মৃত রশিদ আহাম্মদের পুত্র মোঃ রুবেল(২৩),উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ হাবিবুল্লার পুত্র ওমর ফারুক(১৯)কে আটক করতে সক্ষম হয়।

এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাত ১টার দিকে মানব পাচার কাজে জড়িত তাদের সহযোগীদের আটক করার জন্য সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া নৌকা ঘাটে অভিযানে গেলে তার সহযোগীরা উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন করে তাদের ছোঁড়া গুলিতে এসআই নুরুল ইসলাম,কনস্টেবল(১৪৩০) মোঃ শামিম রেজা, কনস্টেবল (৭৯৮) মোঃ মহি উদ্দিন গুরুতর আহত হয়। এরপর পুলিশ সদস্যরাও আত্বরক্ষার্থে পালটা গুলি ছুঁড়লে আটককৃত আসামি রুবেল ও ওমর ফারুক গুলিবিদ্ধ হয়।

তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। অবশেষে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করে।

এদিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ২টি এলজি,১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ,১৮ রাউন্ড কার্তুজের খালীখোসা উদ্ধার করতে সক্ষম হয়।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন এখনো যারা মাদক ও মানব পাচারে সক্রিয় ভাবে জড়িত রয়েছে তাদের চিরতরে নির্মুল করার জন্য আমাদের পুলিশ সদস্যদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর