গত ২১ জুন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি পত্রিকার শেষ পৃষ্ঠায় “সোনারপাড়া সন্ত্রাসী হামলায় ঠিকাদার গুরুতর আহত” শিরোনামে প্রকাশিত শীর্ষ সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বনোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত ও মানহানিকর। মূলকথা হলো আমি একজন প্রবাসী লোক হয়। আমার পাওনা টাকা খুঁজতে গিয়ে আমি চাঁদাবাজ ও সন্ত্রাসী হয়েছি। আমি আব্দুস শুক্কুরের কাছ থেকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা পাওনা রয়েছি।
যার মধ্যে ১ লক্ষ টাকা ধার হিসেবে তাকে দিয়েছিলাম এবং অন্য ৬৫ হাজার টাকা তাকে আমার একটি মামলা পরিচালনা করার বাবদ দেওয়া।
কিন্ত সে আমার মামলা পরিচালনা না করে মামলায় কোন খরচ না করে পুরো টাকা আত্মসাৎ করে। তার ডকুমেন্টও আছে আমার কাছে।
গত বৃহস্পতিবার আমি তার থেকে পাওনা টাকা খুজায় তাকে মারধর ও চাঁদাদাবী করছি বলে পত্রিকায় সংবাদ ছাপিয়েছে। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। পত্রিকায় এ ধরণের সংবাদ ছাপিয়ে আমার মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে। আর সংবাদকর্মীদের যাচাই-বাচাই করে সংবাদ পরিবেশনের আহব্বান জানাচ্ছি। সংবাদটি প্রশাসন সহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
আবুল খায়ের
পিতা: আবদুস সালাম
লম্বরী পাড়া, জালিয়া পালং, উখিয়া।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-