বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে জাহেদ হাসান (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবক একই এলাকার আব্দুল জলিলের ছেলে।
২২ জুন (শনিবার) একই দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয় আহত জাহেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি দেন। বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে মৃতুর সাথে পাঞ্জা লড়ছে।
হামলাকারীরা হলেন, একই এলাকার এবিসিঘোনা ঘোনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলী মিস্ত্রির ছেলে আব্দুল জব্বার, মো. ইমরান ও মো. আরফান, একই এলাকার মৃত সালাহ আহমদের ছেলে মো. জসিম ও আলীর স্ত্রী জাহেদা।
আহতের বাবা আব্দুল জলিল বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা এলাকায় কাউকে পরোয়া করে না। পূর্বেই আমার ছেলে জাহেদ হাসান উপরোক্ত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধরের শিকার হয়। তখন উক্ত হামলাকারীদের বিরুদ্ধে গত ২০১৯ সালের ১১ জুন কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছিলো। এর জের ধরে আজ অর্তিকিত ভাবে আমার ছেলেকে ফের ছুরিকাঘাত করে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা। বর্তমানে আমার ছেলে জাহেদ হাসান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উপরোক্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-