সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এখন অনেকটা সুস্থতা অনুভব করছেন। শুক্রবার বিকেলে ঢাকা ইউনাইটেড হাসপাতাল থেকে রিলিজও হয়েছেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার থেকে ঢাকার গুলশানে ইউনাইটেড হাসপাতালে ডাক্তারের পর্যবেক্ষনের জন্য সাময়িক ভর্তি ছিলেন তিনি।
পরিবারের পক্ষে মেয়র মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান ও কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান জানিয়েছেন, তাঁর পিতার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তবে বৃহস্পতিবার বিকেলে এনজিওগ্রাম পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর নিশ্চিত হওয়া যায়-‘হার্টে কোন ধরণের ব্লক পাওয়া যায়নি’। চিকিৎসকগণ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন।
এ জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি কক্সবাজার জেলা ও পৌরবাসীসহ সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করেছেন মেয়র পরিবারের সদস্যরা। তাঁরা আশা করছেন-কয়েকদিনের মধ্যে সম্পন্ন সুস্থ হয়ে আবারও কক্সবাজারবাসীর মাঝে ফিরে আসবেন নগর পিতা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-