র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী জাফর ও তার ভাই নিহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্য শীর্ষ সন্ত্রাসী জাফর অালম (৪৮) ও তার ভাই খলিলুর রহমান (৪৫) নিহত হয়েছে।

নিহতরা সরল ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের পুত্র।

শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে র‍্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তলসহ ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি এবং রাম দা উদ্ধার করেছে।

র‍্যাব-৭ এর এএসপি তারেক জানান, বাঁশখালীর সরল ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বেলা ১২টার দিকে অভিযান পরিচালনা করি। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে জাফর ডাকাত ও তার ভাই খলিলুর রহমানের মৃত্যু হয়। জাফর ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, খুন ও ডাকাতিসহ ৩৩টি মামলা রয়েছে এবং তার ভাইয়ের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

আরও খবর