‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট – মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হোসেন (৪৫) নামের এক কারবারি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন) দিনগত রাত ২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মুন্সিপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত এনামুল হোসেন গাজীপুর গ্রামের বর্ডার পাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর মুন্সিপাড়ায় গোলাগুলির শব্দ পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পীরতলা পুলিশ ক্যাম্পের এসআই অজয় কুমার ও এসআই আহমদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে এনামুলের মরদেহ দেখতে পান তারা। স্থানীয় লোকজন তার পরিচয় শনাক্ত করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘নিহত এনামুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক চাঁদাবাজি ও বোমা সংক্রান্ত বিষয়ে তার নামে ছয়টি মামলা রয়েছে। মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জের ধরে এ গোলাগুলি হয়ে থাকতে পারে। এনামুল হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।’

কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে পুলিশ গ্রেফতার করবে বলেও জানান তিন।

আরও খবর