গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহি ২টি সিএনজির মুখোমুখী সংঘর্ষে এক রাখাইন যুবক নিহত। ৩ জন আহত হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়,২০ জুন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উখিয়া মনখালী ব্রীজ সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী ২টি সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক যুবক নিহত ও ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
নিহত যুবক কক্সবাজার মহেশখালী চৌফলন্ড্রী এলাকার অং ছ চেং এর পু্ত্র অংসাইন(৩২) সে পেশায় একজন স্বর্ণকার ও দুই সন্তানের জনক ছিল। নিহত অংসাইন টেকনাফ উপরের বাজারে মং মং স্বর্ণকারের দোকানে কর্মরত কর্মচারী ছিল।
উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ীর সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-