উখিয়ায় সাংবাদিক নামধারী প্রতারক চক্র থেকে সাবধান

সম্প্রতি লক্ষ করা যাচ্ছে ক্রাইম রিপোর্টার নাম দিয়ে একটি চক্র হাতে ভূয়া মাইক্রোফোন, গলায় নকল আইডি কার্ড ও রকমারী ভিজিটিং কার্ড দেখিয়ে কোটবাজার ও তার আশেপাশের এলাকায় দল বেধে সহজ সরল মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে এ প্রতারক চক্রের সদস্যদের কারো কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নেই। তাদের কারণে উখিয়া উপজেলার প্রকৃত সাংবাদিক মহল বিব্রত।

জানা গেছে ইতিমধ্যে তাদেরপ্রতারনার চক্রে পড়ে অনেক সহজ সরল মানুষ নিঃস্ব হয়ে গেছে। তাদের চক্রের অনেকেই এ উপজেলার বাসিন্দা নয়। স্থানীয় কয়েকজন বিপদগামী যুবকের সহযোগীতায় এহেন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। কারও নিকট এ প্রতারক চক্র উপস্থিত হলে সাথে সাথে উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিন / সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল বা সদস্যদের সাহায্য নিন এবং এ প্রতারক চক্র হতে সাবধানে থাকুন।

এস.এম রানা’র ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া

আরও খবর