টেকনাফ হোয়াইক্যং’র দুই মাদক ব্যবসায়ী আটক

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল

সীমান্ত উপজেলা টেকনাফে মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের নির্মুল করার জন্য কক্সবাজারের র‌্যাব-১৫ সদস্যরা দায়িত্ব পালনে কঠোর ভুমিকা অব্যাহত রয়েছে। সেই সুত্র ধরে র‍্যাব সদস্যরা টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নে একটি সাঁড়াশী অভিযান পরিচালনা করে ইয়াবা ও মাদক বিক্রীর নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।

জানা যায়, ১৮ জুন গভীর ১টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্প শাখার দায়িত্বরত র‍্যাব সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত আলী মিয়ার পুত্র জিল্লুর রহমান (২৫) এবং তার চাচাত ভাই লাল মিয়ার পুত্র মোঃ ইউনুছ (২০) আটক করা হয়।
এই সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮শত পিস ইয়াবা ও মাদক বিক্রীর নগদ ১ লক্ষ, ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ টেকনাফে দায়িত্বরত কর্মকর্তা শাহেদ মির্জা মাহতাব জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর