কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-১৭

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৭ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৬ জুন সকাল ৮টা হতে ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল–

১। জুুুলিয়া আক্তার,আসামী-আবছার,সাং-পশ্চিম লার পাড়া,ইসলামাবাদ,থানা ও জেলা-কক্সবাজার।

২।ইয়াসমিন আক্তার,পিতা-মৃত ইলিয়াছ মিয়া,সাং-পশ্চিম লার পাড়া ০১ নং ওয়ার্ড ঝিলংজা ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।

৩।কুতুব উদ্দিন রাসেল,পিতা-মো-মহিউদ্দিন,সাং-পূর্ব লারপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৪।মোছাঃ বন্যা বেগম,পিতা- মোঃ উকিল উদ্দিন,সাং-সলিমাবাদ(উকিলের বাড়ি)থানা-নাগপুর,জেলা-টাঙ্গাইল।

৫।জাহিদ হোসেন,পিতা-জাকের হোসেন,সাং-উত্তর নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৬।রিদোয়ান,পিতা-মৃত আবুল কাশেম,সাং-লারপাড়া,ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।

৭।আবুল কালাম,পিতা-মৃত কবির আলী,সাং-বাহারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৮।কায়সার,পিতা-আবু তৈয়ব,সাং-তেতৈয়া,খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।

৯।মোঃতৌহিদ,পিতা-মৃতমনির আহম্মদ,সাং-কলতলী সৈকত পাড়, থানা ও জেলা-কক্সবাজার।

১০।মোঃ রহিম,পিতা-মোখলেছ আলী,সাং-উত্তর বড়লোপ,থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার।

১১।হাফিজুল ইসলামক সুমন,পিতা,নুরুল ইসলাম,সাং,চুনতি আদর্শ পাড়া,থানা-লোহাগাড়া,জেলা-চট্টগ্রাম।

১২।মোহাম্মদ নুর,পিতা-আলি আহমদ,সাং-ছনখোলা, থানা ও জেলা-কক্সবাজার।

১৩।মোঃ তোফায়েল আহমদ প্রঃ রুবেল,সাং-লাইট হাউজ পাড়া,(কিন্ডার গার্ডেন স্কুলের পাশের্^ জুয়েলের বাড়ি,১২ নং পৌর ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

১৪।আসাদুজ্জামান তারেক,পিতা-মৃত মোঃ এরফান আলী (সাবেক চেয়াম্যান),সাং-মহিষামুড়া,থানা-কাহালু,জেলা-বগুড়া।

১৫।তৌনিক হাসান,পিতা-বাদশা মিয়া,সাং-বাসুগাঁও প্রাইমারি স্কুলের পাশের্^,৪১ নং ওয়ার্ড গাজীপুর ,মহানগর,গাজীপুর।

১৬।ফারদিন আনোয়ার,পিতা-এবাদ উল্লাহ,সাং-৩৪/এ বিসিসি রোড,থানা-ওয়ারী,জেলা-ঢাকা।

১৭।মোঃ মিজান,পিতা-ফজল করিম,সাং-সাহিত্যিকা পল্লী,বিজিবি ক্যাম্প,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর