আদালতে মৃত্যু মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির

সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) দেশটির আদালতে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

গুপ্তচরবৃত্তির মামলায় দেশটির আদালতের মুখোমুখি হয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এর আগে ২০১৩ সালে দেশটির সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হন তিনি।

২০১২ সালে ক্ষমতায় আসেন মুসলিম ব্রাদারহুডের এই নেতা। তার ক্ষমতায় আসার মাধ্যমেই তৎকালীন প্রেসিডেন্ট হুসনি মুবারকের দীর্ঘ সময়ের ক্ষমতার অবসান ঘটে।

তবে দুর্ভাগ্য এই যে, তিনিও বেশিদিন ক্ষমতায় টিকতে পারেননি। পরের বছরই দেশটির সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে তাকে।

আরও খবর