টেকনাফে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সদস্যদের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার। এক মাদক ব্যবসায়ী আটক।

তথ্য সূত্রে জানা যায়, ১৭ জুন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড কুলাল পাড়া এলাকার মৃত ছাব্বির আহাম্মদের পুত্র করিম উল্লাহ’র বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে বাড়ীর নিচ তলার একটি কক্ষ হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এই সময় এই ইয়াবা গুলো নিজ হেফাজতে লুকিয়ে রাখার অপরাধে বাড়ীর মালিক করিম উল্লাহ(৪৫)কে আটক করা হয়।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের উপপরিদর্শক শেখ আবুল কাসেম বাদী হয়ে আটক করিম উল্লাহকে আসামী করে মাদক আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এব্যাপারে তার বাড়ীর পার্শ্ববর্তী এলাকার স্থানীয়রা অভিমত প্রকাশ করে বলেন,আটক করিম উল্লাহ দীর্ঘ ১৫ বছর যাবত সৌদী আরবে প্রবাস জীবন যাপন করে নিজ এলাকায় ফিরে এসে পরিবারের সদস্যদের সাথে সৎ পথে কর্ম করে সংসার পরিচালনা করে আসছেন। তাদের দাবী করিম উল্লাহ মাদকের মত ঘৃর্ন্য কাজে জড়িত থাকতে কোন দিন দেখেনি।

স্থানীয়রা অভিমত প্রকাশ করে আরো বলেন, আটককৃত আসামী কোন ষড়যন্ত্রের শিকার হয়েছে কিনা সেই বিষয়টি সঠিক ভাবে তদন্ত করার জন্য সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরও খবর