টেকনাফে ৬০ বোতল ফেন্সিডিলসহ উখিয়ার ২ মাদক ব্যবসায়ী আটক

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ ২ বিজিবি সদস্যরা হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজার থেকে টেকনাফে আসা যাত্রীবাহী একটি সিএনজি গাড়ীতে অভিযান পরিচালনা করে ৬০বোতল ফেন্সিডিলসহ ২ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একজন নারী।

তথ্য সূত্রে জানা যায়, ১৭জুন সকাল সাড়ে ১১টায় উখিয়া হতে টেকনাফগামী একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৩৪৭৬) টেকনাফ হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে অত্র চেকপোস্টে দায়িত্বরত টহল কমান্ডার হাবিলদার আবু তাহের সিএনজি গাড়িটি তল্লাশী করে ভারতের উৎপাদিত ৬০বোতল ফেন্সিডিলসহ উখিয়া উপজেলার বালুখালীর মৃত সোলতান আহমদের পুত্র মোঃ শামসুল আলম (৪২) এবং একই এলাকার সোলতান আহমদের স্ত্রী মোছাম্মৎ নুর বেগম (৩০) কে আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান,চেকপোস্টে দায়িত্বরত বিজিবির হাতে ফেন্সিডিলসহ ২ নারী-পুরুষ মাদক পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর