চাকরির প্রলোভন: চট্টগ্রামে বাসায় আটকে দেহব্যবসা, আটক ৩

ডেস্ক রিপোর্ট – চাকরির প্রলোভনে শহরে এনে আটকে রেখে এক কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার আলেক্কা সড়কের নুর বেগম আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববারগ্রেপ্তার করা হয়।তারা হলেন- সাতকানিয়ার আব্দুল হামিদের ছেলে আনোয়ার হোসেন (৩২), আনোয়ার হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৩৩) ও বাকলিয়া থানা এলাকার মো. নজুর ছেলে মো. খোকন (২৮)।

ওই চক্রটির তিনজনকে আটকের পর মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানিয়ে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীন বলেন, আগে থেকে খবর পেয়ে একটি বাসায় অভিযানে গিয়ে পুলিশ জানতে পারে, গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে এক কিশোরীকে গ্রাম থেকে নিয়ে আসা হয়। এরপর তাকে দেহব্যবসায় বাধ্য করে আসছিল একটি চক্র।

আরও খবর