চট্টগ্রাম – চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন ও হালিশহর থেকে রোববার রাতে ইয়াবাসহ শ্বশুর-জামাইকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, মো. ইউসুফ প্রকাশ ইউসুফ জালাল, তার জামাই মো. আব্দুর রহিম রাজু প্রকাশ বার্মাইয়া রাজু।
কোতোয়ালী থানার ওসি মো. মহসীন জানান, পুরাতন রেল স্টেশন এলাকার বাগদাদ হোটেলের গলি থেকে প্রথমে শশুরকে আটক করা হয়েছে। এ সময় তার কোমর থেকে টিস্যু ও স্কচটেপে মোড়ানো ৯৬৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যে জামাইকে আটক করা হয়। রাজুর শ্যালক মো. আয়াসকে ধরতে অভিযান চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-