কক্সবাজারে পুলিশের অভিযানে আটক-১৭

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৭ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৫ জুন সকাল ৮টা হতে ১৬ জুন সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল–

১। জিয়ারুল হক,পিতা-মৃত-জবর মুল্লক,সাং-ওয়াহেদের পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

২।মোঃ সোয়াইব,পিতা-মৃত আজিজ মিয়া,সাং-রাজার কুল,থানা-রামু,জেলা-কক্সবাজার।

৩।জান্নাত,পিতা-মাহাবুব,সাং-পূর্ব রাজারকুল,থানা-থানা ও জেলা-কক্সবাজার।

৪।নাছিমা আক্তার,স্বামী-শহিদ,সাং-পঃ সুন্দরপুর,থানা-ফটিকছড়ি,জেলা-চট্টগ্রাম।

৫।রুপা,স্বামী-জসিম,সাং-নতুন রাজারকুল,থানা-সীতাকুন্ড,জেলা,চট্টগ্রাম।

৬।ববি,পিতা-মৃত ফরিদ,সাং-দেগাতলী,থানা-রামু,জেলা-কক্সবাজার।

৭।আলী,পিতা-মোবারক,সাং-উঃ হরিনিয়া পাড়া,থানা,সাতকানিয়া,জেলা-কক্সবাজার।

৮।নাছিমা আক্তার,পিতা-লেদু মিয়া,সাং-নতুন মহাল ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।

৯।রিমন,পিতা-আবুল কাশেম,সাং-পূর্ব বড় বেউলা সাহরিয়া বাপের পাড়া,থানা-রামু-জেলা-কক্সবাজার।

১০।মোঃ রুবেল,পিতা-মৃত বাচা মিয়া,সাং-পোকখালী(মালু মিয়া পাড়া),থানা ও জেলা-কক্সবাজার।

১১।জসিম উদ্দিন,পিতা-মৃত কবির আহম্মদ,সাং-বাহারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১২।মোঃ রুবেল,পিতা-শেখ জেরত আলী,সাং-চন্দ্রখোলা,থানা-দোহার,জেলা-ঢাকা।

১৩।মোঃ সিরাজ,পিতা-শাহআলম,সাং-ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার।

১৪।সোহেল,পিতা-রফিক আহম্মদ,সাং-ছনখোলা পি এমখালী, থানা ও জেলা-কক্সবাজার।

১৫।জাহাঙ্গীর,পিতা-মৃত বাঁচা মিয়া,সাং-কুলিয়াপাড়া,খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।

১৬আহম্মদ নবী,পিতা-মৃত শাহমুল্লক,সাং-বৈদ্যঘোনা, থানা ও জেলা-কক্সবাজার।

১৭।কলিম উল্লাহ,পিতা-মোঃ হোসেন,সাং-হাজার পাড়া,আমির বাদ,থানা-লোহাগাড়া,জেলা-চট্টগ্রাম।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

আরও খবর