উখিয়ায় পুলিশের অভিযানে ৬৫টি মোবাইল সীম সহ আটক-২

শহিদুল ইসলাম, উখিয়া

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজার এলাকা থেকে নিবন্ধন করা ৬৫ টি মোবাইল সীম সহ দুইজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

রবিবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজার থেকে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন আবুল হাশেম ও হাসান।

উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে সীম সহ দুইজন টক করেছে। আটক দুইজন কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, কতিপয় ব্যক্তিরা নানান নামে সীমগুলো রেজিষ্ট্রেশন করেন। চড়া দামে সীম গুলো রোহিঙ্গাদের মাঝে বিক্রি করছে বলে  অভিযোগ পাওয়া গেছে।উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির সংলগ্ন মোবাইল দোকানে এসব সীম মজুদ করা হয়েছে। দেশের শীর্ষ স্হানীয় রবি ও নগদ সীম গুলো সয়লাভ হয়েগেছে।

আরও খবর